Free Download

View on Github




Downloaded Times!










রিভিউ

বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষার ডিজিটাল সংস্করণ
সম্পূর্ণ ওপেন সোর্স এবং এইচটিএমএল মার্কআপ কোডে ডেভেলাপ করা এইচটিএমএল ৫ কম্পিউটার প্রোগ্রাম


ফিচার হিসেবে মূলেই আছে ভয়েস! মানে টকিং ডিকশনারি
এছাড়া শব্দ সার্চ ফিচার এখন আসেনি। কারন ডায়নামিক ভার্সনের কাজ চলছে, ৯০ শতাংশ কাজ শেষ


কেন?

বাংলাদেশের রাষ্ট্রভাষা ও বাঙ্গালির মাতৃভাষা বাংলা। সারা পৃথিবীতে প্রায় ৩৭ কোটি মানুষ বাংলায় কথা বলে। ভারতের ২য় প্রধান রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষা তার জন্ম থেকেই অঞ্চল ভেদে ভিন্ন হয়ে যাচ্ছে। উচ্চারন ভিন্ন হলেও খাঁটি বাংলাতে অর্থ বদলাচ্ছে না? এই আঞ্চলিক ভাষাকে ধরে রাখার জন্য ডঃ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার আঞ্চলিক শব্দ গুলো সংগ্রহ করে এক অনন্য অভিধান প্রণয়ন করেন। যা বর্তমানে বাংলা একাডেমি প্রকাশ করে আসছে। এই অভিধানটিকে আরও সহজ ও বোধগম্য রুপ দিতে এবং উচ্চারন বোঝার জন্য "আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" তৈরি করা হয়েছে।

উপকারিতা

এই আধুনিক অভিধানের মাধ্যমে একজন ব্যবহারকারি সহজেই কোনো আঞ্চলিক শব্দের উৎপত্তি, অর্থ এবং উচ্চারন একই সাথে পাবেন। অনলাইন হালনাগাদ থাকায় সহজেই নতুন শব্দসহ নতুন সংস্করন ডাউনলোড করতে পারবেন। ওয়েব, মোবাইল ও পিসি'র সংস্করণ থাকায় সকল ডিভাইস সমর্থন করবে।

সীমাবদ্ধতা

অ্যাপ্লিকেশনটি এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে লিখিত হওয়ায় ব্যবহারকারী সার্চ করে শব্দ পাওয়ার সুবিধা পাবেন না। তবে সেটি সম্ভব হবে, এ কেবল সময়ের দাবি। সকল শব্দ ব্যবহারকারী নাও পেতে পারেন কেননা বর্তমানে অভিধানের বাহিরে আরও অনেক শব্দের উৎপত্তি হয়েছে।

খরচ/ব্যয়

ব্যবহারকারী যদি অনলাইনে ব্যবহার করেন তবে তাকে ইন্টারনেট ডাটার খরচ বহন করতে হবে। মোবাইলে প্রতি পেজ ব্রাউজ করতে আনুমানিক ৮০০ কিলোবাইট ডাটা খরচ হবে।

মৌলিকত্ব

"আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান" সম্পূর্ণ মৌলিক একটি অ্যাপলিকেশন। এটি কোনো অ্যাপ্লিকেশনের সোর্স কোড কপি করে বানানো হয়নি এবং সম্পূর্ণ নিজেদের লেখা কোডে তৈরি করা। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান থেকে এর আগে কোনও অ্যাপ্লিকেশন তৈরি করা হয়নি এবং এটিই প্রথম।

ডেভেলাপ করেছে জিআর+ বাংলাদেশ গ্রুপের তাওসিফ, কমল এবং জিম









প্রিভিউ








সিস্টেম কনফিগারেশন








লাইসেন্স

Creative Commons License
Digital Regional Dictionary of Bangladesh by GR+ Bangladesh is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.


এই প্রোগ্রাম ওপেন সোর্স, এর কোনও কপি বিক্রয় আইনত দণ্ডনীয়। এর ক্রেডিট অংশ বাদে সকল অংশ সম্পাদনাযোগ্য এবং বিনামুল্যে প্রকাশযোগ্য।







প্রোগ্রামিং

যেসকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, IDE এবং কনভার্টার ব্যাবহার হয়েছে,








আমাদের টিম

ডেভেলপার প্যানেলের সদস্যদের পরিচয়

Tawsif Torabi

তাওসিফ তুরাবি

ওয়েব ডেভেলপার, জিআর+ বাংলাদেশ

প্রোগ্রামার (CSS, HTML & Javascript)
Mahmuduzzaman Shifa

মাহমুদুজ্জামান কমল

সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, জিআর+ বাংলাদেশ

প্রোগ্রামার (CSS, HTML & Javascript)
MK Jim

আবদুল্লাহ আল জিম

স্টাফ রিপোর্টার (আইটি বিভাগ), জিআর+ বাংলাদেশ

টেকনিক্যাল, ভয়েস এবং বেটা টেস্টিং





গ্যালারী